রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বাগাতিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 

বাগাতিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবেশী দোলেনার মরদেহ দেখতে গিয়ে নিজের সন্তানকে হারালেন মা শিলা আক্তার। সোমবার (১৩ নভেম্বর) বাড়ির পাশের ডুবে মৃত্যু হয় ২ বছরের শিশু এরফানের মৃত্যু হয়। নিহত শিশু এরফান উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া মণ্ডলপাড়া গ্রামের দিনমজুর সাজেদুর রহমান ও গৃহিণী শিলা খাতুন দম্পত্তির পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৩ নভেম্বর) প্রতিবেশী দোলেনার মরদেহ দেখতে যান মা শিলা আক্তার। পরে বাড়িতে ফিরে এসে সন্তানকে দেখতে না পেয়ে এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করেন তিনি। 

খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে এরফানকে ভাসতে দেখে চীৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডা. রেজাউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান জানান, শিশু এরফানের মৃত্যুতে পরিবারসহ কারো কোন অভিযোগ না থাকায় নিহত শিশুর সুরাতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

টিএইচ